ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন, ২১ মার্চ ২০২৩, 197 বার পড়া হয়েছে,

রহমত উল্লাহ নামের কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

রবিবার (১৯ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে প্রবেশের দীর্ঘ সময় পর সন্ধ্যায় বের হন তিনি।

সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক মতবিনিময়কালে শাকিব খান বলেন, রহমত উল্লাহ শুধু আমার সঙ্গেই নয়, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। যারা আমাকে পছন্দ করেন, এমন লাখো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আমার নামে মিথ্যা, ভুয়া সংবাদগুলো সবার কাছে ছড়িয়েছেন।

তিনি আরো বলেন, আমার মনে হয় রহমত উল্লাহ এই কাজের পেছনে একা ছিলেন না। রহমত উল্লাহর পেছনে আরো অনেক লোক জড়িত ছিল। তিনি কোনো প্রযোজকই না, তার সঙ্গে কোনো ডিলও (চুক্তি) হয়নি। আমি সমস্ত অভিযোগ সংগ্রহ করে তার বিরুদ্ধে অভিযোগ করছি।

শাকিব খান বলেন, গতকাল (শনিবার) থানায় মামলা নিলো না, গড়িমসি করলো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে থানায় গিয়ে একটা মামলা করতে পারবো না, এটা খুব আশ্চর্যজনক মনে হয়েছে। গত রাতে আমার ঘুম হয়নি। আমি শুনেছিলাম, ওই প্রতারক দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবে। এজন্য শনিবার রাতে দ্রুত থানায় গেছিলাম মামলার জন্য।