বিজয়নগ‌রে আশরাফুল ইসলাম খা‌নের জন্ম দিন উপল‌ক্ষ্যে কেক কাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

ভিডিও, ১৬ মার্চ ২০২৩, 194 বার পড়া হয়েছে,

বিজয়নগর প্রতি‌নি‌ধি :
ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত, বাংলা‌দেশ রি‌পোর্টার্স ক্লাব বিজয়নগর শাখার সহ সভাপ‌তি আশরাফুল ইসলাম খান এর শুভ জন্ম দিন উপল‌ক্ষ্যে কেক কাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১৪ মার্চ সোমবার সন্ধ্যা ৭ টার সময় সংগঠ‌নের বিজয়নগর শাখার কার্যালয় , আমতলী বাজার আল ম‌দিনা হাউ‌জে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, উক্ত শাখার সভাপ‌তি, দৈ‌নিক যুগান্তর ও এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের বিজয়নগর প্রতি‌নি‌ধি এবং অ‌ভিযান এর চেয়ারম্যান সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ। স্বাগত বক্তব্য রা‌খেন, সি‌নিয়র সহ সভাপ‌তি ও দৈ‌নিক আ‌লো‌কিত সকা‌লের ষ্টাফ রি‌পোর্টার কাজী আল আমীন । সাধারণ সম্পাদক মিজানুর রহমান খা‌নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ভো‌রের দর্পননের বিজয়নগর প্রতি‌নি‌ধি এবং রাইট টাইমস ২৪ ডট কম এর বার্তা সম্পাদক মোঃ আলমগীর হোসাঈন, সহ সভপা‌তি , দৈ‌নিক দেশ প‌ত্রিকার বিজয়নগর প্রতি‌নি‌ধি ্অএবং অভিযান ২৪ ডট কমের এর বার্তা সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলম, সাংস্কৃ‌তি সম্পাদক, মু‌জিবুর রহমান সুজন, কার্যকরী সদস্য এম এ সাঈদ মামুন সহ আ‌রো অ‌নে‌কে । প‌রে কেক কে‌টে ও মি‌ষ্টি বিতর‌নের মধ্য দি‌য়ে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষনা করা হয়।