বিজয়নগরে নববধূর মৃতদেহ উদ্ধার

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ১৫ মার্চ ২০২৩, 122 বার পড়া হয়েছে,

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নববধূর মৃতদেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে মৃত মর্তুজ আলীর কন্যা হুসনা আক্তার পুতুল (১৬) । আজ বুধবার ১৫ মার্চ বিকেলে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে । সরজমিনে জানা যায়, গত চারমাস আগে হুসনা আক্তার পুতুলের উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মোঃ আল আমীনের (২৩) সাথে বিবাহ হয়। বিবাহের পাচঁ দিনের মধ্যে বাবার বাড়ি এসে স্বামীর বাড়িতে আর যাওয় হয় নাই। পরিবারের লোকজন জানান, রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলে হঠাৎ তার মরন চিৎকার শুনতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করেন । এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ।