বিজয়নগরে অবৈধ যানে দাপিয়ে বেড়াচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালক

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ৯ মার্চ ২০২৩, 115 বার পড়া হয়েছে,

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অপ্রাপ্ত বয়স্ক চালক বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে । কাক ডাকা ভোর থেকে গভীর রাত অবধি তাদেরকে যাত্রীর আশায় বিভিন্ন সড়কে দেখা যায়। ফলে ঝুঁকি নিয়ে চলছে মানুষ। অন্য যান সহজে না পাওয়ায় মানুষ এসবে করে বিভিন্ন স্থান যাতায়াত করছে। তাছাড়াও অবৈধ ট্রাক্টরের চালক হিসেবেও অপ্রাপ্তবয়স্কদেরকে উপজেলার প্রধাণ প্রধাণ সড়কে দেখা যায়। এতে সড়কে চলাচলের পরিবেশ নষ্ট করছে। অরক্ষিতভাবে মাটি- বালু, ইট পরিবহনের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুসহ বয়োবৃদ্ধরা।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন ইট ভাটায় এরা মাটির কাজ করছে। বুধন্তি , সিঙ্গারবিল ও হরষপুর ইউপির অধিকাংশ এলাকায় এদের দাফট দেখা যায়। ফলে সড়কে চলাচলরত ছোটখাটো যানচালক, পথচারী, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে ।
উপজেলার রামপুর, আমতলী, চম্পকনগরসহ বিভিন্ন এলাকায় অপ্রাপ্ত বয়সী চালকদের জন্য প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে আমরা রোড পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত বসিয়েছি।