ব্রাহ্মণবা‌ড়িয়া প্রেসক্লা‌বের সভাপ‌তির মৃতু‌্যতে রি‌পোর্টার্স ক্লাব, বিজয়নগর শাখার শোক প্রকাশ ।

চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ, ৭ মার্চ ২০২৩, 199 বার পড়া হয়েছে,

রাইট টাইমস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি,দৈনিক জনকন্ঠ-চ্যানেল টুয়েন্টিফোর এর নিজস্ব প্রতিনিধি, রিয়াজ উদ্দিন জামি ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে মৃতু‌্য বরন করায়, গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত বাংলা‌দেশ রি‌পোর্টার্স ক্লাব বিজয়নগর শাখার প্রধান উপ‌দেষ্ঠা মৃনাল চৌধুরী লিটন । এক বিবৃ‌তি‌তে উক্ত সংগঠ‌নের সভাপ‌তি সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ,সহ সভাপ‌তি আজহারুল ইসলাম শাহআলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হীরা আহ‌মেদ জা‌কির উক্ত বার্তা প্রকাশ ক‌রেন । তা‌দের দাবী রিয়াজ উ‌দ্দিন জা‌মি শুধু সাংবা‌দিকই ছি‌লেন না, তি‌নি ছি‌লেন একজন শ্রেষ্ঠ সংগঠক । তার অভাব পূরনীয় নয়। এ সময় তার আত্বার মাগ‌ফেরাত কামনা ক‌রেন্ ।