হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সরকারি ব্যবস্থাপনায় আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ৪৬৭ সিরিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন বন্ধ হয়ে যাবে বলেও জানানো হয়।
এর আগে হজযাত্রী নিবন্ধনের তারিখ ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24