অভিনেতা শাকিব খানকে জড়িয়ে গত বছরে বেশ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী পূজা চেরি। তাদের জড়িয়ে নানা গুঞ্জন উঠতে থাকে। সে সময় শাকিব আমেরিকা থেকে ফিরলে জানা যায় তার বিপরীতে নায়িকা হতে যাচ্ছেন পূজা। আর তাতে যেন গুঞ্জন আরও ছড়িয়ে পড়ার উপক্রম হয়।
এ দিকে, ঘোষণা দিয়ে নায়ক শাকিব থেকে নিজে সরে আসলেন নায়িকা পূজা চেরি। স্পষ্ট জানিয়ে দিলেন ‘মায়া’ ছবিতে তার না থাকার কারণ। গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূজা চেরি জানান তিনি শাকিবের বিপরীতে ‘মায়া’ সিনেমায় থাকছেন না। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বেশ কিছু অনলাইন এ দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয় নাই।’ তিনি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল । কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ । আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24