সরাইলে তিতাস নদীতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, ২৮ ফেব্রুয়ারি ২০২৩, 31550 বার পড়া হয়েছে,

সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  তিতাস নদীতে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি)বিকেল ৪টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া শাহজাদাপুর গ্রামের পশ্চিম শিকদার বাড়ির মরহুম লাল মিয়ার ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে ভাতিজা হাফিজুলকে সঙ্গে নিয়ে চাচা লোকমান মিয়া ফসলি জমি দেখার জন্য যাওয়ার পথে নৌকাযোগে তিতাস নদী পাড় হচ্ছিলেন। এ সময় লোকমান নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। এ অবস্থা হাফিজুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে লোকমানকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসমা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,লোকমান মিয়া মৃগী রোগী ছিল। নদী পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমানের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।