বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ি গ্রামে রাতের আধারে পুকুরের পানিতে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা । সরে জমিনে জানা যায়, ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে উক্ত গ্রামের সাংবাদিক আজহারুল ইসলাম খান শাহআলমের পুকুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে পুকুরের মালিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক আজহারুল ইসলাম খান শাহআলম অভিযান ২৪ ডট কমকে জানান, ১একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছি । পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ ভেসে উঠেছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার চলতি দায়িত্ব ও তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার অভিযান ২৪ ডট কমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাথে সাথে মোবাইল টিম পাঠিয়েছি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব ।
সম্পাদক ও প্রকাশক ঃ সাংবাদিক সারুয়ার হাজারী। বিএ (অনার্স), এমএ ইংরেজি।
গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (অধ্যয়নরত) পিআইবি।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ঃ অভিযান সেন্টার, বিজয়নগর উপজেলা মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
রাইট টাইমস 24