বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেশ চৌধুরীর গনপাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ই ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় র গনপাঠাগার চত্তরে, মৃণাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী হারিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হোসাইন আহমেদ দুলাল, অর্থ সম্পাদক রাজীব চন্দ্র বণিক, মোবারক হোসাইন, দৈনিক ভোরের দর্পনের বিজয়নগর প্রতিনিধি, আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেশ চৌধুরীর গনপাঠাগার একজন ভাষা সৈনিকের নামে হওয়াতে তিনি অত্যন্ত প্রশংসা করেন। এই পাঠাগার সংস্কারে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং পাশাপিাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।