আজ ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিজয়নগ‌রে সাতবর্গ গ্রা‌মে রা‌তের আধা‌রে পুকু‌রে বিষ নিধন, লক্ষা‌ধিক টাকার ক্ষয় ক্ষ‌তি

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২৩, 668 বার পড়া হয়েছে,

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রের বুধ‌ন্তি ইউ‌নিয়‌নের খাতাবা‌ড়ি গ্রা‌মে রা‌তের আধা‌রে পুকু‌রের পা‌নি‌তে বিষ প্রয়ো‌গে মাছ মে‌রে ফে‌লে‌ছে দুর্বৃত্তরা । স‌রে জ‌মি‌নে জানা যায়, ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টার দি‌কে উক্ত গ্রা‌মের সাংবা‌দিক আজহারুল ইসলাম খান শাহআল‌মের পুকু‌রে এ ঘটনা ঘ‌টে। এ‌তে প্রায় লক্ষা‌ধিক টাকার ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।
এ ব্যাপারে পুকুরের মা‌লিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক আজহারুল ইসলাম খান শাহআলম অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, ১একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ ক‌রে আস‌ছি । পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ ভেসে উঠেছে।
এ ব‌্যাপা‌রে ‌বিজয়নগর থানার চল‌তি দা‌য়িত্ব ও তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে সা‌থে সা‌থে মোবাইল টিম পা‌ঠি‌য়ে‌ছি । অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা নেব ।

Leave a Reply