
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপমহাদেশের আধ্যাত্বিক প্রাণকেন্দ্র দৌলতবাড়ী দরবার শরীফে ১৯ মে রোজ বৃহষ্পতিবার বাদ এশা থেকে উক্ত সাপ্তাহিক তালিম ও যিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান ও ইলমে তাসাউফ সম্পর্কে হেদায়াতমূলক গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন দরবারে আলা, জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান, খাজায়ে বাঙ্গাল আল্লামা হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ । উক্ত দরবার শরীফের মুখপাত্র ভাবের দেশ থেকে কাছিদা পেশ করেন দৌলতবাড়ী সুন্নিয়া আলীয়া মাদ্রসার প্রিন্সিপাল হযরত মাওলানা রায়হান উদ্দিন মোল্লা মোজাহেদী ও আয়ুব আলী মোজাহেী। জিকির তাশরীফ, দোয়া ও তাবারক বিতরনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে । পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের দপ্তর সম্পাদক সাংবাদিক কাজী শরিফ উদ্দিনের মৃতু্যতে আগামী ২৩ মে রোজ সোমবার বাদ আছর অভিযান সেন্টারে তার স্বরণ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয় । এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, যুব কমিটির সভাপতি মোঃ দুলাল আহমেদ, ছাত্র কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন রোবেল, শেরে দৌলত মোঃ জাকির হোসেন জাক্কু, দরবারের একনিষ্ঠ খাদেম মোঃ আয়ুব আলী, মীর রিয়াজুল হাসান শাহীন, মোঃ কাউছার মিয়া সহ দরবারের আশেকান মুরিদান মুহিব্বিয়ান ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিজয়নগর প্রতিনিধি শেখ মহিউদ্দিন রুবেলের তথ্য চিত্রে অভিযান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।