
কাউছার আহমেদ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় প্রতিষ্ঠিত শাহজালাল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ক্যাপ্টেন
(অব) কাজী জিয়াউদ্দিন আহমেদ এর ৩৯ তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আজ কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এন এম মফিজুল ইসলামেরর সভাপতিত্বে এবং কাউছার আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক রফিকুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক হাবিবুর রহমান ,সহকারী অধ্যাপক মোঃ ছিদ্দিকুর রহমান,সহকারী অধ্যাপক প্রদীপ সূত্রধর, প্রভাষক এ এক এম নুরুল ইসলাম, প্রভাষক নীলমনি পাল, প্রভাষক অলক চক্রবর্তী, প্রভাষক মাহবুবুল ইসলাম, কলেজ প্রতিষ্ঠাতার ছেলে সাংবাদিক আরিফুল আম্বিয়া প্রমুখ । প্রত্যেক বক্তাই প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ করে এবং কলেজ প্রতিষ্ঠার লগ্নে তার অবদানের কথা আলোচনা করেন। আলোচনা শেষে তার রূহের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা পীরে কামেল কাজী গিয়াস উদ্দিন । পরে তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।