
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524323 বার পড়া হয়েছে,
ময়মনসিংহের ভালুকা উপজেলার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র কাওসার (১২) মৃত্যু হয়েছে। জানাযায় ০৪ সেপ্টেম্বর দুপুরে জীবনতলা গ্রামের ফলুল হকের ছেলে কাওসার, সমলা তাহের উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গোসল করতে এসে সবাই চলে গেলে ও কাওসার নিখুজ হয়।
আজ সকালে এলাকার লোকজনের অনেক খুজাখুজির পরে সকাল সারে ৭ টার সময় কাওসারের মৃতদেহকে উদ্ধার করে।