
মাইনুদ্দীন চিশতী, ব্রাহ্মণবাড়িয়া সাম্প্রতিক ঘটে যাওয়া তাণ্ডবের মামলায় নতুন করে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার (৩০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতাররা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে জানিয়েছে জেলা পুলিশ। এর ফলে তাণ্ডবের মামলায় মোট গ্রেফতারের সংখ্যা ৫১৭ জনে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চলে। পুলিশ জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা তিন দিনে ওই তাণ্ডব চালিয়েছিল। তারা সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এ সব ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন মাধ্যমে পাওয়া তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাণ্ডবে জড়িতদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।