
রাইট টাইমস ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে ভ’য়া দলিলের মাধ্যমে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কেনা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মৃত ইব্রাহিম মিয়া বিগত ০৭/০৮/১৯৮৮ ইং তারিখে তার ছেলে কাউছার মিয়া, স্ত্রী রোকেয়া বেগম এবং দুই কন্যা মাফিয়া ও জাহেদা বেগমকে রেখে মৃত্যুবরণ করেন। এর পর কাউছার মিয়া বিগত ০৩/০৪/২০০৩ ইং তারিখে তার স্ত্রী নাজমা বেগম এবং কন্যা আকলিমা আক্তারকে রেখে তিনিও মৃত্যুবরন করেন। তার মৃত্যুর পর ৪৯৪ দাগে প্রায় ০৮ শতাংশ জায়গা অংশমূলে ইব্রাহিমের স্ত্রী রোকেয়া এবং দুই কন্যা মাফিয়া ও জাহেদা বেগমের নামে গত ২৩/০৯/২০২০ ইং তারিখে উপজেলা ভ’মি অফিস থেকে খারিজ হয়। উক্ত খারিজকৃত জায়গা কাউছার মিয়ার স্ত্রী নাজমা বেগম ও কন্যা আকলিমা আক্তার পার্শ্ববর্তী আলী আক্কাছের স্ত্রী খোশনেহার বেগমের কাছে গোপনে বিক্রি করে দেন। বর্তমানে উক্ত জায়গা রোকেয়া, মাফিয়া ও জাহেদার দখলে থাকলেও খোশনেহার বেগম জোড় পূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মান করতে চায়। এ নিয়ে বিজ্ঞ যুগ্ম জজ আদালত ব্রাহ্মণবাড়িয়ায় নাজমা, আকলিমা, খোশনেহার, হারিছ মিয়া, জিলু মিয়া, মাহরাজ মিয়া সহ ১০ জনকে আসামী করে তারা একটি মামলা দায়ের করেন। যার নং ২২৩/২১ ইং । পরবর্তীতে ০৫/০৩/২০২১ ইং তারিখে কমিশনার এডভোকেট মনিরুজ্জামান মনির উক্ত জায়গা পরিদর্শনে আসেন। বিবাদীগণ উক্ত জায়গা জোড় পূর্বক দখল করার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছেন নিরিহ বাদীগণ।