
রাইট টাইমস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীন পর্যায়ে সর্বস্থরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বই উৎসবে অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ অভিযান ” এর শিক্ষা কর্মসূচীর আওতায় পরিচালিত সকল ছাত্র/ছাত্রীরা । শুক্রবার সকালে উপজেলার বিষ্ণপুর গ্রামে অভিযান বিদ্যানিকেতনে বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরন করা হয়। অভিযান এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন চিশতীর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ । বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক মোঃ শাহীন চৌধুরী, মোঃ নানু মিয়া সর্দাও । এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।