
শেখ মহিউদ্দিন রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঐতিহাসিক মিলাদ ময়দান দৌলতবাড়ী দরবার শরীফে সকাল ৮ টার সময় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে বাহাউদ্দিন এমাদিয়া দৌলতবাড়ীয়া বাংলাদেশের নবম দ্বি বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিগত ২০০২ সালে উক্ত সংস্থাটি স্থাপিত হয়ে সমাজের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে নানান উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান সৈয়দ মাহমুদুর রেজা। অনূষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব হযরত মাওলানা সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ জুম্মান, হযরত মাওলানা সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ, মাওলানা মাসুদ মোল্লা মোজাহেদী, মাওলানা আব্দুর রহমান নাঈমীসহ আরো অনেকে । সমগ্র দেশ ব্যাপী উক্ত কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষে আগামী দুই বছরের জন্য কাউন্সিলদের গণ ভোটে উক্ত সংস্থার মূল কমিটি, ছাত্র কমিটি, ওলামা কমিটি ও মিলাদ কমিটিসহ আরো অন্যান্য কমিটি গঠন করা হয়েছে।