
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524904 বার পড়া হয়েছে,
মোঃ খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি। নড়াইলের সাবেক পৌর মেয়র জুলফিককার অালী মন্ডল এর মেঝ ভাই মোঃ লিটন মন্ডল এর একমাত্র ছেলে অাবীর সিদ্দীকী (২০) অাজ অানুমানিক বেলা ১২ টার দিকে নড়াইলের চিত্রা নদীতো সাতার কাটতে যায়। অনেক সময় বাড়িতে না ফেরায় পরিবারের সবাই তাকে খোজাখুজি করে না পেয়ে তারা নড়াইল সদর ফায়ার সার্ভিসকে জানায়। নড়াইল সদর ষ্টেশন এবং খুলনা ডুবুরি ইউনিটের যৌথ প্রচেষ্টায় চরের ঘাট এলাকা থেকে অাবীরের লাশ উদ্ধার করা হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে সজনদের মধ্যে শোকের ছায়া।