
এইচ এম জহিরুল ইসলাম বিজয়নগর থেকে: :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেমের সম্পর্কের জের ধরে ঝুমা (১৬) নামে এক কিশোরীর আত্বহত্যার অভিযোগ উঠেছে। জানা যায় যায়, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাও গ্রামের চোলো মিয়ার ছেলে শান্ত ( ১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই জের ধরে ঝুমা তার ঘর ছাড়েন। ঝুমার বাড়ি পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাশিমনগরে। তার পিতার নাম মৃত সেলিম মিয়া। তার পিতা মৃত্যুর পর তার মা প্রবাসে চলে যায়। পরে তার ছোট ভাই সাগর (১০) কে নিয়ে তার দূর সম্পর্কের আত্বীয় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির সাতগাও গ্রামের দুলাল মিয়ার বাড়িতে গত চার মাস যাবৎ বসবাস করে আসছিল। সেই সুবাদে একই গ্রামের শান্ত এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার রাতে তাকে বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে বৃহষ্পতিবার সকালে গলায় উড়না পিছিয়ে আত্বহত্যা করেন। এ ব্যাপারে দুলাল মিয়ার স্ত্রী (৪২) সাংবাদিকদেরকে জানান যে, পাশের বাড়ির শান্ত এর সাথে তার সম্পর্ক ছিল। আর তার ফোন পেয়ে সে রাতের আধারে ঘর থেকে বের হয়েিেছল। পরে খুজাখুজি করে অজ্ঞান অবস্থায় তাকে বাড়ির পাশে পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে আসলে সে শান্তর ব্যাপারে বিস্তারিত বলেন। শান্ত ও তার পরিবার তাকে মেনে না নেওয়ায় সে মূলত আত্বহত্যা করেছে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ আতিকুর রহমান সাংবাদিকদেরকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।