
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524898 বার পড়া হয়েছে,
মোঃ নুরুল হুদা :নেত্রকোনা কলমাকান্দায় সদর ইউনিয়নের খাসপাঁড়া এলাকায় থেকে ভারতীয় মদ ৮ বোতল সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের মো: শুকুর আলী ছেলে নুর মোহাম্মদ (২০)।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানান বুধবার ভারতীয় মদ ৮ বোতলসহ নুর মোহাম্মদ নামে একজনকে গ্রেফতার করা হয়। এস,আই মো. আকরাম হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটকৃতের নামে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃতকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।