
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524647 বার পড়া হয়েছে,
লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক সোহেল মিয়া কে গাছের সাথে বেধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে, (২-জুন) ভোর রাতে মাধবপুর উপজেলার শন্তোষপুর গ্রামে এঘটনা ঘটে। ওই গ্রামের মৃত কনু মিয়ার ঘরে ৩/ ৪জন চোর ঢুকে এসময় এক নারী আচ করতে পেরে চিৎকার করলে গ্রামবাসী ধাওয়া করে সোহেল (২২) কে আটকে ফেলে ।
পরে একটি গাছের সাথে বেধে গনপিটুনী দেয়া হয় খবর পেয়ে মাধবপুর থানার উপ পরির্দশক ওয়াহেদ গাজী পুলিশ সহ ঘটনা স্থলে পৌছলে গ্রামবাসী তাকে পুলিশে সোপর্দ করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করে বলেন ধৃত সোহেল উপজেলার চারা বাংগা গ্রামের হুসন আলীর ছেলে।
সে পেশাদার চোর তার বিরুব্ধে থানায় মামলা রয়েছে,গন পিটুনী আহত সোহেল কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় দুপুরে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।