
মোহাম্মদ আবির আখাউড়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈমের ব্যক্তিগত উদ্যোগে দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মাগফেরাত কামনায় কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় আইন মন্ত্রীর বাবা সিরাজুল হক বাচ্চু, আইনমন্ত্রীর ভাই আরিফুল হক রনি,বোন সাইমা ইসলাম এবং আইনমন্ত্রীর সহধর্মিনী আমাতুল্লাহ রিনা হকের মাগফেরাত এর জন্য দোয়া করা হয়। আখাউড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈমের নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন,লতিফুর রহমান, মুহাইমিনুল, আব্দুল মমিন , সবুজ, তন্ময়,নাঈম প্রমুখ।