
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
170144 বার পড়া হয়েছে,
“রোজার উসিলায়”কবিতাটি লিখেছেন যুক্তরাজ্য থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি –
লাভলী ইসলাম:
এবার তোমার যাবার পালা
সময় এসেছে দেখো
এবার তোমার তীব্র জ্বালা
নতুন প্রভাত দেখো ।
ঘুরেফিরে চারিপাশে
তোমার অভিযান
মানুষ আজ থাকে না পাশে
যে যার লয়ে প্রাণ ।
তুমি আবার বুঝিয়ে দিলে
ক্ষমতা মূল্যহীন
তুমি প্রথম দেখিয়ে গেলে
করোনা ক্ষমতাসীন ।
এবার এলো পবিত্র মাস
মাহে রমজান
ঈমানদারের ঈমানী বিশ্বাস
তিনি রহিম রহমান ।
তোমাকে যিনি পাঠিয়েছেন
শায়েস্তা করতে দুনিয়া
এবার তিনি ক্ষমা পাঠিয়েছেন
রোজার মাসের উসিলায় ।