
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524663 বার পড়া হয়েছে,
বিজয়নগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগওে হরষপুর ইউনিয়নের মেঘশিমুইল গ্রামের সাবেক মহিলা মেম্বার খাদিজা বেগমের বাড়িতে দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরন করা হয়। বৃগষ্পতিবার দুপুর ২ টার সময় করোনা ভাইরাসের কারনে কর্মহারা সমাজের গরীব,অসহায়, প্রতিবন্ধি ও খেটে খাওয়া ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এগুলোর মধ্যে ছিল চাল,ডাল,আলু,পেয়াজ লবন ইত্যাদি। সাবেক মহিলা মেম্বারের স্বামী মোঃ নূর আহাম্মদ শাহ উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় সমাজের গণ্যমান্য ও বিশেষ ব্যক্তিরা যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেন।