
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া, ৫ এপ্রিল ২০২০ রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক নাসিরনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী তার ব্যক্তিগত উদ্যোগে মহামারী করোনা ভাইরাস থেকে উত্তরণ পেতে নাসিরনগর উপজেলার সাংবাদিক এবং নাসিরনগর থানা পুলিশ প্রশাসনের মাঝে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করেন।
এসময় তিনি বলেন, যে সাংবাদিক ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরে করোনা ভাইরাসের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ প্রদান করে থাকেন। তাই তাদের নিজেদের নিরাপত্তার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে। তিনি আরো বলেন যে করোনা ভাইরাস থেকে বেচে থাকার জন্য জন সচেতনতা মুলক কর্ম কান্ডে সবার আগে এগিয়ে আসা প্রতিষ্টান হলো থানা পুলিশ প্রশাসন। এ জন্য তিনি প্রথমেই সাংবাদিক ও পুলিশের নিরাপত্তার কখা চিন্তা করে সবার অাগে তাদের মাঝে এ সমস্ত বিতরণ করেন।অাগামীকাল দ্বিতীয় ধাপে অারো গুরুত্ব পূর্ন ব্যাক্তিদের মাঝে বিতরণ করবেন বলেও জানান তিনি।