
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524982 বার পড়া হয়েছে,
শেখ মহিউদ্দিন রুবেল, বিজয়নগর থেকেঃ
সরকার অনুমোদিত অভিযান এর চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইট টাইমস২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক, এশিয়ান এইজ ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি, স্বনামধন্য লেখক মোঃ সারুয়ার হাজারী এশিয়ান টিভিতে বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি হিসেবে গতকাল রবিবার সকাল ১০ টার সময় যোগদান করেছেন । জানা যায়, গতকাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন, এশিয়ান টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাস্মদ শেখ কাদির । পরে উক্ত টিভির আইটি শাখা থেকে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন। তার পেশাগত দ্বায়িত্ব পালনে তিনি বিজয়নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।