
মাইনুদ্দিন চিশতী : প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি,অনলাইন নিউজ পোর্টাল বিজয়নগর নিউজ ডট নেট ও সাপ্তাহিক তিতাস বাণীর সম্পাদক, বাবু মৃণাল চৌধুরী লিটন ও নির্বাহী সম্পাদক তানভীর আমিদ রাজীব এর বিরুদ্ধে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ তানভীর ভূইয়া নিউজ প্রকাশের জের ধরে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকবৃন্দরা। শনিবার বিকাল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বাংলা টিভি, দৈনিক খবর, ডেইলী ইন্ডাষ্ট্রী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনের প্রতিনিধি ও একাত্তর খবর ডট কম এর প্রকাশক সম্পাদক, শামসুল ইসলাম লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক , দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি , মোঃ জিয়াদুল হক বাবু । প্রচার সম্পাদক, দৈনিক তিতাস কন্ঠের নিজস্ব প্রতিবেদক, অপূর্ব দেব । কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ভোরের ডাক ,এশিয়ান এইজের প্রতিনিধি ও রাইট টাইমস টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ সারোয়ার হাজারী পলাশ । দৈনিক নবচেতনার প্রতিনিধি ও সময়কাল নিউজ এর সম্পাদক কাজী শরিফ উদ্দীন । এস টিভির প্রতিনিধি ও রাইট টাইমস ২৪ এর বার্তা সম্পাদক মোঃ মাইন উদ্দীন চিশতী প্রমূখ । এ সময় বক্তারা উল্লেখীত মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্যঃ গত ১১জানুয়ারী অনলাইন নিউজ পোর্টাল বিজয়নগর নিউজ ডট নেটে ” বিজয়নগরে বঙ্গবন্ধুকে অবমাননা করে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে তোলপাড়! ” এই শিরুনামে নিউজ করায় করায় উল্লেখিত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।