
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524709 বার পড়া হয়েছে,
মো: জিয়াদুল হক বাবু :
বিজয়নগর উপজেলা প্রশাষনের উদ্যোগে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্টান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী । বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানি ,শিক্ষা কর্মকর্তা মিলন কৃষœ হালদার , প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধূরী লিটন , সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,প্রভাষক মো: ফেরদুস মিয়া, শরিফ উদ্দিন , সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ , শরিফ উদ্দিন জহিরুল ইসলাম চৌধুরী টিপু প্রমুখ । মেলায় ১০ টি স্টল অংশ গ্রহন করেছে ।