
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524560 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা -বিজয়নগরের চান্দুরায় প্রশান্তি সমাজ কল্যান সংঘের উদ্যোগে মাদক ও বাল্য বিবাহ রোধে সমাবেশ অনুষ্টিত হয়েছে । আজ শুক্রবার বিকালে প্রশান্তির সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে ও প্রভাসক আল আমীন রুবেলের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষনে বিজয়নগওে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন ,সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রশসন সব ধরনের ব্যাবস্থা গ্রহন করছে এবং বাল্য বিবাহ রোধে সকলকে সহযোগীতা করতে হবে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিসদ সদস্য নাখলু আক্তার ,ইউপি চেয়ারম্যান এ,এম ,শামিউল হক চৌধূরী ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী লিটন ,প্রশান্তির সাধারন সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ।