
মোঃ আলমগীর মিয়া,সরাইল(ব্রাহ্মণবাড়িযা)প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক সংগঠন পরিবর্তন চাই এর উদ্যোগে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে শতাধিক অসহায় দরিদ্রদের ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। “মাদককে না বলুন, গুজবে কান দেবেন না, আপনার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, বাল্য বিবাহ নিরূৎসাহিত করুন, ইভটিজিং একটি নৈতিক অপরাধ, কোরবানীর পশুর বর্জ্য মাটিতে পুঁতে রাখুন”-এসব সচেতনমূলক শ্লোগানকে ধারণ করে পরিবর্তন চাই সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দীন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল আজিজ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন। বক্তব্য রাখেন সংগঠনের অভিভাবক মো: রওশন আলী, সেলিম ইফরাত, এবং গ্রুপের এডমিন ইফরান আহমেদ।