
নাসিরনগরে পল্লীবিদ্যুতের ভৌতিক বিল বিড়ম্বনা
7 February 2019,
524390 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিজয়নগর শাখার আয়োজনে কৃষকদের নানা স্বার্থরক্ষার দাবীতে বিক্ষোব মিছিল ও মনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গকাল বেলা ১১ টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলা শাখার সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে সর্বস্থরের কৃষকগণ উপজেলার মির্জাপুর মোড় থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে পৌছে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। এতে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন যুব মৈত্রির উপজেলা শাখার সভাপতি সঞ্জয় রায় পোদ্ধার, অপূর্ব দেব, জুটন বণিক, দীপক দত্ত, দুলাল মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন সরকার কর্তৃক ধান ক্রয়ের ভ’র্তিকী প্রদান, কৃষি ঋণ মওকুফ করা সহ অবিলম্ভে বিনা সুদে মৌসুমী ঋণ প্রদান করার দাবী জানান।