
রুবেল আহমেদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান রোববার বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ডিক্সনারী, পেনবক্স সহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করেন।
বিদ্যালয়ের শিক্ষক আলী আজমের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো.মোখলেছুর রহমান, বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন মুহুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: বিউটি আক্তার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।